কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আজ। প্রথম ম্যাচের আগে দলের জন্য সবচেয়ে স্বস্তির খবর হলো, মাইল্ড স্ট্রোকের ধাক্কা সামলে কাল অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ সরওয়ার ইমরান। ২০০০ সালে যার কোচিংয়ে অভিষেক টেস্ট খেলেছিল বাংলাদেশ পুরুষ দল, সেই সরওয়ার ইমরান এখন নারী দলের প্রধান কোচ। অসুস্থ হয়ে পড়ায় সোমবার তাকে নিয়ে যাওয়া হয় কলম্বোর একটি হাসপাতালে। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার মাইল্ড স্ট্রোক ধরা পড়লেও এখন তিনি সুস্থ আছেন। মঙ্গলবার হাসপাতাল থেকে টিম হোটেলে ফিরেই মাঠে যেতে চেয়েছিলেন ৬৬ বছর বয়সি সারওয়ার। সবার অনুরোধে একদিন বিশ্রাম নিয়ে কাল তিনি যোগ দেন অনুশীলনে। নারী ওয়ানডে বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় অংশগ্রহণ। অভিষেক বিশ্বকাপে তাদের একমাত্র জয় ছিল পাকিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে আগের ১৬...