শারদীয় দুর্গোৎসবের আজ শেষ দিন, বিজয়া দশমী। আজ সকালে মন্দির ও পূজা মণ্ডপগুলোয় থাকছে দশমীর বিহিত পূজা। ভক্তরা দেবীর কাছে শান্তি, সৌভাগ্য আর সমৃদ্ধি কামনা করবেন। পরে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলায় মেতে উঠবেন নারীরা। এরপর থাকছে দর্পণ ও বিসর্জন। এরমধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। শাস্ত্রমতে এবার দেবী দুর্গার গমন হবে দোলায়। যে কারণে মড়কের আশঙ্কা থেকে যাচ্ছে। প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমীতে সারা দেশে স্থানীয় আয়োজন ও সুবিধামতো সময়ে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, আজ বেলা...