আগামী ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন কী প্রক্রিয়ায় হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জুলাই জাতীয় সনদ কী উপায়ে কার্যকর করা যায় ও সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব অথবা সরাসরি প্রতিদ্বন্দ্বিতার মধ্যে কোন পদ্ধতিতে আইনসভার সদস্যরা নির্বাচিত হবেন, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতভেদের মীমাংসা হয়নি। এর ভেতরেই বর্তমান বিদ্যমান নির্বাচনব্যবস্থা বিবেচনায় রেখে প্রার্থী বাছাই করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ৩০০ আসনের মধ্যে অর্ধেক আসনে প্রার্থীদের প্রাথমিক বাছাই হয়ে গেছে। তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০ শতাংশ আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় দল। এবার শতাধিক আসনে প্রার্থী হিসেবে নতুন মুখ দেখা যেতে পারে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে সমমনা দলগুলোর সঙ্গে আসন-সমঝোতা করতে হতে পারে, তাও বিবেচনায় রাখছে বিএনপি। এর বাইরে, নির্বাচনী ইশতেহার তৈরির কাজও একই সঙ্গে চলছে। প্রার্থী বাছাই প্রক্রিয়া : ভোটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার...