নজরুল ইসলাম বলেন, পরবর্তীতে ২৮ সেপ্টেম্বর অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহতের বাবা লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে তায়েবার চাচি আয়েশা খাতুন (৪৭), নাছিমা বেগম (৩৫) ও আসিফ বেপারীকে (২০) আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় নাছিমা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আয়েশা ও আসিফকে রিমান্ডে নেওয়া হয় এবং তাদের কাছ থেকে প্রাপ্ততথ্যের ভিত্তিতে শাহনাজ বেগমকেও গ্রেপ্তার করে পুলিশ।একের পর এক অপহরণ /নাফ নদে বেপরোয়া আরাকান আর্মিএসপি আরও বলেন, চার আসামি মিলে শিশুটিকে হাত-পা চেপে ধরে গলাটিপে হত্যা করে। হত্যার মূল পরিকল্পনাকারী ছিলেন শিশু তায়েবার আপন চাচি আয়েশা খাতুন। পরে হত্যার পর নিহত শিশুর কানের দুল ১৮ হাজার ৩০০ টাকায় বিক্রি করে দেওয়া হয়, যা উদ্ধার করা হয়েছে। নিহত তায়েবার বাবা টিটু সরদারের সঙ্গে...