নরসিংদীর শিবপুরে রাতের আঁধারে ৬০টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উপজেলার যোশর ইউনিয়নের সৈকারচর গ্রামের কৃষক আবদুল লতিফ মিয়ার বাগানের এসব গাছ কেটে দেওয়া হয়।বুধবার (০১ অক্টোবর) সকালে বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা দেখতে পান। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বাগান মালিক।ভুক্তভোগী আ. লতিফ মিয়া সৈকারচর গ্রামের মৃত সামসুজ্জমানের ছেলে।বাগান মালিক আবদুল লতিফ মিয়া জানান, রাতের আঁধারে আমার ২৫০ শতাংশ জমিতে বাগানের ৫-৬ বছর বয়সী ৬০টি লটকন গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। প্রতিটি গাছে এবার প্রথম লটকন ধরছিল। গাছগুলো কেটে আমার ১৫ লাখ টাকার ক্ষতি করেছে। এলাকার সবার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। কারও সঙ্গে কোনো পূর্বশত্রুতা বা খারাপ সম্পর্ক না থাকায় কাউকে সন্দেহ করা সম্ভব হচ্ছে না।এক হাজার টাকার জন্য বিএনপি কর্মীকে হত্যাচেষ্টা, অতঃপর...তবে তিনি অভিযোগ...