ইংল্যান্ডের মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) চেয়ার অব ক্রিকেট পদে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ অধিনায়ক ওয়েন মরগান। ১২ মাসের জন্য এমসিসির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন ইংল্যান্ডের সাবেক প্রধান নির্বাচক এড স্মিথ। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ওয়েন মর্গ্যান নিয়োগ পেয়েছেন চেয়ার অব ক্রিকেট পদে। মার্ভিন কিংয়ের জায়গায় এলেন ইংল্যান্ডের হয়ে তিনটি টেস্ট খেলা স্মিথ। ১৭৮৭ সালে প্রতিষ্ঠিত হয় মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি), সংস্থাটি ক্রিকেট তীর্থ লর্ডসের মালিক এবং ক্রিকেট আইন ও চেতনার একমাত্র অভিভাবক। থম শ্রেণির ক্রিকেটে প্রায় ১৩ হাজার রান করা স্মিথ গর্বিত এমসিসি প্রেসিডেন্টের দায়িত্ব পেয়ে। ‘এমসিসির প্রেসিডেন্ট হিসেবে লর্ড কিংয়ের উত্তরসূরি হওয়া খুবই সম্মানের। লর্ডস আমার জীবনের বিশেষ একটি অংশ- ক্রিকেটের ভক্ত ও খেলোয়াড় হিসেবে এবং পরে নির্বাচক হিসেবে।’ ‘সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়ে আমি ক্লাব ও এই খেলায় অবদান...