বলিউডের কিং খান শাহরুখ খান আবারও আলোচনায়। এবার অভিনয় দক্ষতার কারণে নয়, সম্পদের দিক থেকে তিনি জায়গা করে নিয়েছেন বিশ্বের ধনী তারকাদের তালিকায়।প্রথমবারের মতো প্রবেশ করেছেন সম্মানজনক বিলিয়নিয়ার ক্লাবে। সম্প্রতি প্রকাশিত ‘হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৫’ অনুযায়ী শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর অঙ্ক প্রায় ১৫ হাজার ৩২০ কোটি টাকা (ভারতীয় মুদ্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি)। চলচ্চিত্র জগতে ৩৩ বছরের দীর্ঘ ক্যারিয়ার শাহরুখ খানকে এনেছে এই সাফল্যে। শুধু ভারত নয়, সম্পদের দিক থেকে তিনি পিছনে ফেলেছেন বহু আন্তর্জাতিক তারকাকে। তালিকায় কিং খানের পরের অবস্থানে আছেন— পপ তারকা টেলর সুইফট (১.৩ বিলিয়ন ডলার), অ্যাকশন কিং আর্নল্ড শোয়ার্জনেগার (১.২ বিলিয়ন ডলার), কৌতুকাভিনেতা জেরি সাইনফেল্ড (১.২ বিলিয়ন ডলার) এবং গায়িকা-অভিনেত্রী সেলেনা গোমেজ (৭২০ মিলিয়ন ডলার)। ভারতের...