টি-টোয়েন্টি ক্রিকেটের আবির্ভাব পাল্টে দিয়েছে ক্রিকেট দুনিয়ার হিসেব-নিকেশ। ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট আবিস্কারের পর থেকেই জনপ্রিয়তায় তুঙ্গে। তারই এক বাজারি সংস্করণ হলো ফ্র্যাঞ্চাইজি লিগ। টেস্ট এবং ওয়ানডের চেয়ে কম পরিশ্রমে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে জাতীয় দলের চেয়ে বেশি টাকা আয় করা সম্ভব। যে কারণে ক্রিকেট খেলুড়ে দলগুলোর তারকারা জাতীয় দলে খেলার চেয়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের প্রতি ঝুঁকছেন। তাইতো বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে অবাধে খেলার জন্যই গত আগস্টে ভারতের সব ধরনের ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের বাইরে লিগে খেলার প্রথম পদক্ষেপ হিসেবে সাবেক এই অফ স্পিনার নাম লেখান আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টির নিলামে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! তাকে নিলামে দলে নেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। তিনি অবিক্রীত রয়ে গেলেন। ২০২৩ সালে যাত্রা শুরু হলেও আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হয়েছে এবারই...