ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৩ টি জাহাজ থেকে ৩৭ দেশের ২০০’র বেশি অধিকারকর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবুকেশেক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান। খবর আল জাজিরার। আবুকেশেক জানান, ইসরায়েলি বাহিনী সমুদ্রে ১৩টি জাহাজ থামিয়ে দিয়েছে। আটক হওয়া এসব জাহাজে মোট ২০১ জনের বেশি মানুষ ছিলেন, যারা ৩৭টি দেশের নাগরিক। তাদের মধ্যে স্পেন থেকে ৩০ জন, ইতালি থেকে ২২ জন, তুরস্ক থেকে ২১ জন এবং মালয়েশিয়া থেকে ১২ জন অংশগ্রহণকারী ছিলেন। তিনি বলেন, আমাদের মিশন এখনও চলমান। গ্রেফতার ও বাধা সত্ত্বেও বাকি নৌযানগুলো ভূমধ্যসাগরের জলপথ পেরিয়ে গাজা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে...