ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ১৯৭২ সালের সংবিধান ভারতের হুবহু কপি। এটি বাংলাদেশের নয়, ভারতের সংবিধান। ভারতের মতো করেই সাজানো হয়েছে। আমরা চাই না ভারতীয় সংবিধান আমাদের দেশে থাকুক। আমরা চাই, বাংলাদেশের মানুষ নিজেরাই সংবিধান রচনা করুক।’ বুধবার (১ অক্টোবর) বিকেলে পটুয়াখালী শহীদ মিনার চত্বরে (ঝাউতলা) ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফয়জুল করিম বলেন, বিগত দিনে ক্ষমতাসীন সব দল জনগণের কল্যাণ ভুলে গিয়ে নিজেদের স্বার্থে রাষ্ট্র পরিচালনা করেছে। জনগণ বারবার প্রতারিত হয়েছে। ৫ আগস্টের পর বিএনপির চাঁদাবাজি ও দুঃশাসনে মানুষ অতিষ্ঠ। এখন সময় এসেছে সত্যিকার ন্যায়ভিত্তিক ইসলামী শাসন প্রতিষ্ঠার। তিনি আরো বলেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে জুলাই আন্দোলন বৃথা যাবে। জনগণের রক্ত ও ত্যাগের মর্যাদা দিতে...