ফিলিস্তিনের গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার সময় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ কয়েকটি নৌযান আটক করেছে ইসরায়েলি বাহিনী। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলার’ ত্রাণবাহী নৌযানগুলো গাজার দিকে যাচ্ছিল। কয়েকটি আটকের পরও আরও কয়েকটি গাজার দিকে যাচ্ছে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অংশ হিসেবে থাকা বেশ কয়েকটি জাহাজকে ‘নিরাপদে থামানো’ হয়েছে এবং ইসরায়েলি বন্দরে স্থানান্তর করা হচ্ছে। নৌবাহিনী জাহাজগুলোকে ‘একটি সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছাকাছি আসার’ সাথে সাথে গতিপথ পরিবর্তন করতে বলেছে। তবে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা এই বাধাকে ‘অবৈধ’ এবং ‘প্রতিরক্ষামূলক কাজ নয়’ বরং ‘হতাশার একটি নির্লজ্জ কাজ’ কাজ বলে বর্ণনা করেছে। তাদের অভিযোগ, একটি জাহাজকে ইচ্ছাকৃতভাবে সমুদ্রে ধাক্কা...