সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দেবীর দশমী বিহিত পূজা দিয়ে শুরু হবে দিনব্যাপী আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর পূজা শুরু হবে সকাল ৯টা ৫৭ মিনিটে। দর্পণ বিসর্জনের পর দুপুর ১২টায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন থাকবে, যা প্রতিবছর বিজয়া দশমীতে নিয়মিতভাবে পালন করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এর আগে, রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা আনা হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে (ওয়াইজঘাট) প্রতিমা নিরঞ্জন হবে সন্ধ্যার মধ্যে। এ বছর দেবীর আগমন হয়েছিল গজে, আর গমন হচ্ছে দোলায়। বিজয়া দশমীতে পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুরখেলার আয়োজন থাকবে বিভিন্ন...