আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমী। জ্যোতিষীদের বিশ্বাস অনুযায়ী, এ শুভ সময়ে রাশিচক্রের বিভিন্ন রাশির জন্য রয়েছে সুফল ও সতর্কতার মিশ্র ইঙ্গিত। মেষআজ শরীর-সবলতা ভালো থাকবে, তবে ভ্রমণে সতর্ক থাকুন— স্বাস্থ্যের আভাসদর্শন হতে পারে। প্রেম জীবনে অপ্রত্যাশিত ভাবাপন্ন চিন্তা হতে পারে। আর্থিক দিক থেকে পাওনা আদায়ে জটিলতা আসতে পারে, তাই পুঁজি বা দেনাবন্দে সাবধান থাকুন। টিপস: সকালে হালকা ব্যায়াম করুন, অজুহাত ছাড়া অতিরিক্ত উত্তেজনায় নাদিকে বিবেচনা করুন। বৃষভয়ের চেয়ে ধৈর্য বজায় রাখাই শুভ ফল আনবে। পারিবারিক ও প্রেমজীবনে শান্তি বজায় রাখতে মিতভাষী হোক। মিথুনকর্ম ও ব্যবসায় ইতিবাচক ফল আসতে পারে। তবে খরচ ও বিনিয়োগে অতিরিক্ত সাহসিকতা এড়ানো ভালো হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে পরিমাপ করে এগোন। কর্কটমনোবল ও আবেগ আজ প্রবলভাবে কাজ করবে— তবে যুক্তি ও বাস্তবতার দৃষ্টিকোণ বজায় রাখুন। সামাজিকভাবে...