দখলদার ইসরায়েলি নৌবাহিনীর চোখ রাঙানির মধ্যেও নিজেদের যাত্রা জারি রেখেছে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহর। গাজা পৌঁছতে বহরটিকে আর মাত্র ৮৫ কিলোমিটার পানিপথ পাড়ি দিতে হবে।আল জাজিরার প্রতিবেদন। বৃহস্পতিবার (২ অক্টোবর) বহরটিতে থাকা সংগঠকরা এ তথ্য জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এক্স বার্তায় তারা জানিয়েছেন, ইসরায়েলি দখলদার নৌ-বাহিনীর লাগাতার আগ্রাসন সত্ত্বেও এখনও প্রায় ৩০টি নৌযান শক্তভাবে গাজার পথে অগ্রসর হচ্ছে। তারা বর্তমানে গন্তব্য থেকে মাত্র ৪৬ নটিক্যাল মাইল (৮৫ কিলোমিটার) দূরে রয়েছে। এর আগে ত্রাণসামগ্রী বহনকারী ফ্লোটিলার কয়েকটি নৌযানে হস্তক্ষেপের পর সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ অংশগ্রহণকারীদের আটক করে ইসরায়েলি বাহিনী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি নৌ-সেনারা ফ্লোটিলার কয়েকটি নৌ-যানে উঠে পড়ে স্বেচ্ছাসেবীদের জিম্মি করেছে। বিষয়টি নিশ্চিত করে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এক বিবৃবিতিতে জানায়, হামাস-সুমুদ ফ্লোটিলার...