ভোটের আগে আইনশৃঙ্খলা নিয়ে শঙ্কা বাড়ছে। পরিসংখ্যান বলছে, চলতি বছরের আগস্ট পর্যন্ত দেশে আড়াই হাজারের বেশি হত্যার ঘটনা ঘটেছে। আর গত এক বছরে রাজনৈতিক সহিংসতায় মারা গেছেন ১৩৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সব বাহিনীকে সমন্বিতভাবে কাজ কারার পাশাপাশি প্রয়োজন রাজনৈতিক দলগুলোর ঐক্য, বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, র্যাব, বিজিবির পাশাপাশি সেনাসদস্যরাও কাজ করছেন। তবে এখনো জনমনের উদ্বেগ কাটেনি। পরিসংখ্যান বলছে, মব তৈরি, মাজার ভাঙা, ছিনতাই-চাঁদাবাজির মতো অপরাধ বেড়েছে। সম্প্রতি খাগড়াছড়িতে এক মারমা কিশোরী ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ, সহিংসতায় রূপ নেয়। মারা যান তিনজন। আহত হন সেনা-পুলিশসহ অনেকে। শুধু পাহাড় নয় সমতলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক। পুলিশ সদর দপ্তরের তথ্য, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশে আড়াই হাজারের বেশি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আর মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র বলছে,...