একাধারে মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী আনিকা কবির শখ। কাজ নিয়ে এখন ব্যস্ত সময় কাটছে তার। কখনো নাটকের শুটিং, কখনো বিজ্ঞাপনচিত্র বা নাচের অনুষ্ঠান—সব মিলিয়েই তার দিন কাটছে কর্মব্যস্ততায়। সংসারজীবনও সামলাচ্ছেন সমানতালে।সম্প্রতি দীপ্ত টিভিতে শুরু হয়েছে শখ অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘রূপনগর’। কায়সার আহমেদের নির্দেশনায় নির্মিত এ ধারাবাহিকের অন্যতম কেন্দ্রীয় চরিত্র ‘রিয়া’তে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে নাটকের ২২টি পর্ব প্রচার হয়েছে এবং শুরু থেকেই দর্শকের সাড়া পাচ্ছেন শখ। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টা ও রাত ৯টা ৩০ মিনিটে দীপ্ত টিভি এবং প্রচারের পর দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।‘রূপনগর’ নাটকের গল্প আবর্তিত হয়েছে দুটি ইউনিয়নের দুই চেয়ারম্যানকে ঘিরে। একসময় তারা ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, কিন্তু এখন চরম শত্রু। গ্রামীণ জীবনের প্রেক্ষাপটে নির্মিত এ নাটকে সবাই নিজের রূপ আড়াল করে রাখে নানা ভান...