আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ আইএল; টুর্নামেন্টের নিলামের আগেই সরাসরি দল পেয়েছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এবার নিলামে দল পেলেন আরও দুই বাংলাদেশি ক্রিকেটার; অলরাউন্ডার সাকিব আল হাসান ও তারকা পেসার তাসকিন আহমেদ। বিসিবি তাসকিনকে আইএল টি-টোয়েন্টিতে খেলার অনুমতি দিলে দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। এর আগে গত বছর লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন তিনি। সাকিব বিশ্বজুড়ে প্রায় সব টি-টোয়েন্টি লিগে খেললেও আইএল টি-টোয়েন্টিতে খেলা হয়নি। তবে সংযুক্ত আরব আমিরাতের এই লিগের বর্তমান চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালসের হয়ে গত জুলাইয়ে গ্লোবাল সুপার লিগে (জিএসএল) খেলেছেন। এবার এমআই এমিরেটসের হয়ে আইএল টি-টোয়েন্টিতে অভিষেক হবে তার। আইএল টি-টোয়েন্টির চতুর্থ আসর শুরু হবে আগামী বছর ১০ জানুয়ারি। গতকাল বুধবার (১ অক্টোবর) আইএল টি-টোয়েন্টির নিলাম অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম...