এশিয়া কাপ ক্রিকেট সংক্রান্ত আলোচনা-সমালোচনা এখনো চলছে। ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছে, ফাইনালের ঘটনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ক্ষমা চেয়েছেন, যা প্রত্যাখ্যান করে নাকভি বলেছেন, ভারতের মিডিয়া মিথ্যার ওপর চলে!পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন এক সংবাদ প্রকাশ করেছে। যেখানে মহসিন নাকভি বলেছেন, ‘আমি বিসিসিআইর কাছে ক্ষমা চাইনি, আর কখনো ক্ষমা চাইবও না।’ রোববার এশিয়া কাপের সমাপনী অনুষ্ঠান বিশৃঙ্খলায় পরিণত হয়। যেখানে ভারতীয় ক্রিকেট দল এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অভিযোগ করেন যে, তাদের ট্রফি দেওয়া হয়নি। ভারতীয় মিডিয়া দাবি করে, নাকভি নিজেই ট্রফি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।এ নিয়ে ইন্ডিয়া টুডে, ফিন্যান্সিয়াল...