স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা যা বলছে: ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, কোম্পানির ক্ষেত্রে মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশের একটি নির্দিষ্ট সময় আছে। তার আগে কোম্পানিগুলো সেটি প্রকাশ করতে পারে না। কেউ যদি অগ্রিম তথ্য দিয়ে ‘ইনসাইডার ট্রেড’ করে থাকে, সেটি আমরা জবাবদিহির আওতায় আনছি। আমরা এরই মধ্যে আমাদের সার্ভিলেন্স বিভাগের সক্ষমতা বাড়ানোর বিষয়ে কাজ শুরু করেছি। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির কাছেও আমরা তাদের সার্ভিলেন্স মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার জন্য চিঠি দিয়েছি। কোনো কোম্পানি ইনসাইডার ট্রেডিংয়ের সঙ্গে যুক্ত থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।সার্বিক বিষয়ে বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, এ বিষয়টি তাদের সার্ভিলেন্স বিভাগ দেখাশোনা করে। এ ক্ষেত্রে ইনসাইডার ট্রেড হয়েছে কি না, সেটি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সুবিধাভোগী...