এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল থেকে বাদ পড়তে হয়েছিল বাংলাদেশকে। দারুণ সুযোগ হাতছাড়ার দায় নিতে হচ্ছে ব্যাটারদের ব্যর্থতা। সুপার ফোরে ভারত ও পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিভাগ পুরোপুরি ব্যর্থ ছিল। সেই ব্যর্থতাই দলকে বড় সুযোগ থেকে ছিটকে দেয়। এবার আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর আগে ব্যাটিং বিভাগেই মনোযোগের কথা বললেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী অনিক। সংযুক্ত আরব আমিরাতের শহর শারজায় আজ বাংলাদেশ সময় রাত ৯টায় রশিদ খানদের মুখোমুখি হবেন তারা। তার আগেই অধিনায়ক জাকের বলেছেন ব্যাটিং বিভাগের দিকে মনোযোগের কথা।আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে পরিসংখ্যান খুব একটা স্বস্তির নয় বাংলাদেশের। তবে এবার এশিয়া কাপে গ্রুপ ‘বি’ ম্যাচে তাদের হারানোর সুখস্মৃতি এখনো তরতাজাই বলা চলে। অবশ্য তখন অধিনায়ক ছিলেন লিটন দাস। কিন্তু চোটে তার এ সিরিজে খেলা হচ্ছে না বলেই দায়িত্ব পালন করতে হবে জাকেরকে। দায়িত্ব...