ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ত্যাগ করা ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদকে (ডিবি হারুন) এবার আমেরিকার টেক্সাসের উডল্যান্ড শহরে থাকার খবর পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তিনি দেশের অর্থ লুটপাট করে সেখানে বিলাসবহুল জীবনযাপন করছেন। অস্ট্রেলিয়ান প্রবাসী এনসিপি নেত্রী দিলশানা পারুল তার ফেসবুক পোস্টে প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ভিপি নুরকে তারেক রহমানের ফোন, নিলেন স্বাস্থ্যের খোঁজভিপি নুরকে তারেক রহমানের ফোন, নিলেন স্বাস্থ্যের খোঁজতিনি লিখেছেন, ডিবি হারুনকে টেক্সাসের উডল্যান্ডে দেখা গেছে। আমেরিকায় প্রবাসীরা সজাগ থাকুন। দেখার সঙ্গে সঙ্গে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করুন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হারুনুর রশিদ দেশ ত্যাগ করেন। সূত্র জানিয়েছে, প্রথমে তিনি নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির কয়েকজনের সহায়তায় গোপন থাকতেন। পরে ২০২৪ সালের...