০২ অক্টোবর ২০২৫, ০৬:২০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:২০ এএম ইনজুরিতে দীর্ঘদিন ছিলেন মাঠের বাইরে।চোট কাটিয়ে ফিরলেও এখনও মাঠে চেনা ছন্দে ফিরতে পারেননি জুড বেলিংহ্যাম। তবে গত মৌসুমে তিনি ছিলেন দারুণ উজ্জ্বল। তারই স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ মৌসুমের ইংল্যান্ডের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন এই মিডফিল্ডার। ফুটবল সমর্থকদের ভোটে রেয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যামের সেরা হওয়ার কথা বুধবার জানিয়েছে ইংল্যান্ড ফুটবল। আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস দ্বিতীয় ও বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন তৃতীয় হয়েছেন। ইংল্যান্ডের বাইরের কোনো ক্লাবে খেলা মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে পুরস্কারটি জিতলেন ২২ বছর বয়সী বেলিংহ্যাম। এর আগে ২০০৬ সালে প্রথম এই কীর্তি গড়েছিলেন বায়ার্ন মিউনিখের ওয়েন হারগ্রিভস। সেরা নির্বাচনের বিবেচিত সময়ে ইংল্যান্ড জাতীয় দলের হয়ে আট ম্যাচ খেলে একটি গোল করেন বেলিংহ্যাম। অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির হাত ধরে এই...