০২ অক্টোবর ২০২৫, ০৬:১০ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:১০ এএম ম্যাচে দুইবার ম্যানচেস্টার সিটিলে লিড এনে দিলেন হল্যান্ড।তবে দুইবারই সেই লিড ধরে রাখতে পারলনা স্কাই ব্লুজরা।প্রথমবার দ্রুত লিড হারালেও। তবে হ হল্যান্ডের জয়ের খুব কাছে গিয়ে পথ হারিয়ে ফেলল ম্যানচেস্টার সিটি। শেষ দিকের গোল করে অবশ্য ঘরের মাঠে সেটি আর হতে দেয়নি মোনাকো। চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডে বুধবার মোনাকোর মাঠে ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। জর্ডান টেজে প্রথমবার স্বাগতিকদের সমতায় ফেরানোর পর, শেষ দিকে তাদের ১ পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি। ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে মোনাকো। দুর্দান্ট ছন্দে থাকা হল্যান্ডের অসাধারণ এক গোলে ১৫তম মিনিটে এগিয়ে যায় সিটি। ইয়োশকো ভার্দিওলের উঁচু...