০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ এএম | আপডেট: ০২ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ এএম ঘরের মাঠে পিএসজির সঙ্গে আগের দুই দেখায় প্রতিদ্বন্দ্বীতায় করতে পারেনি বার্সেলোনা। দুবারই তারা পরাজিত হয় ৪-১ গোলের বড় ব্যবধানে। এবার আশা জাগালেও নিজেদের আঙিনায় ব্যর্থতার বৃত্ত ভাঙতে পারল না স্প্যানিশ চ্যাম্পিয়নরা। পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতা টানল পিএসজি। এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে জাল কাঁপিয়ে কাতালানদের হতাশায় ডোবাল তারা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বুধবার রাতে অস্থায়ী ডেরা লুইস কম্পানিস অলিম্পিক স্টেডিয়ামে শিরোপাধারীদের কাছে ২-১ গোলে হেরেছে বার্সা। ফেরান তরেস স্বাগতিকদের এগিয়ে দেওয়ার পর সেনি মায়ুলু সমতা ফেরান লড়াইয়ে। আর ৯০তম মিনিটে ফরাসি চ্যাম্পিয়নদের পক্ষে জয়সূচক গোলটি করেন গনসালো রামোস। ইউরোপের সর্বোচ্চ ক্লাব প্রতিযোগিতায় ঘরের মাঠে পিএসজির বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ হারল বার্সা। শেষবার তারা জিতেছিল আট...