পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ভারতের উজানের পানিতে সকাল থেকে নদীর পানি বেড়েছে। বিপৎসীমার ১২ সেন্টিমিটারের মধ্যে এদিন রাত ৯টার দিকে নদীর পানি ১১ দশমিক ৫১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হয়েছে। বেলা বাড়ার সঙ্গে পানি কিছুটা কমেছে। শাহেদ হোসেন নামে বাজারের এক ব্যবসায়ী বলেন, ফুলগাজী বাজারে ফ্লাডওয়াল, স্লুইসগেট ও পানি নিষ্কাশনে ড্রেনেজ নির্মাণ সঠিকভাবে না করায় প্রতিবছরের মতো এবারও মুহুরী নদীর পানি বাজারে ঢুকেছে। নদীর পানি বিপৎসীমা অতিক্রম না করলেও বাজার প্লাবিত হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দায়সারা কাজের কারণে একই চিত্র বারবার পুনরাবৃত্তি হচ্ছে। ফুলগাজী বাজার কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম বলেন, বারবার বন্যার ক্ষতি কাটিয়ে উঠার আগেই আমাদের একই চিত্র দেখতে হয়। সময় বদলালেও আমাদের ভাগ্যের পরিবর্তন হয় না। এবারও দোকানপাটে পানি ঢুকে মালামাল নষ্ট হচ্ছে। নদীর পানি বৃদ্ধি...