বুধবারের (১ অক্টোবর) বিকালটি ছিল স্মৃতির আলোকোজ্জ্বল, শ্রদ্ধা আর কৃতজ্ঞতার। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সিদ্ধেশ্বরী ক্যাম্পাস যেন ফিরে গিয়েছিল সময়ের স্রোত বেয়ে এক মহীরুহের বর্ণিল জীবনে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাতা উপাচার্য প্রয়াত প্রফেসর ড. এম. এ. হান্নান ফিরোজের ৭০তম জন্মবার্ষিকী উদযাপন করতে একত্রিত হয়েছিলেন শিক্ষক, কর্মকর্তা, প্রিয় সহকর্মীরা। বিকাল ৩টা ৩০ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় স্মরণীয় এ আয়োজনে। যেন শুধু কেক নয়, কাটা হলো সময়ের সীমানা— যেখানে উপস্থিত সবার হৃদয়ে জেগে উঠলো সেই স্বপ্নদ্রষ্টা মানুষের পদচিহ্ন। উপস্থিত ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ডিন ও একাডেমিক অ্যাডভাইজার প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন, ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান ড. মতিন রহমান, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান ফারহানা চৌধুরী, পিআরডি-এইচওডি...