শারদীয় দুর্গাপূজায় কেউ যদি নিরাপত্তা বিঘ্ন ঘটানোর চেষ্টা করে, তবে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বনানী ও বসুন্ধরা আবাসিক এলাকার পূজা মণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি পূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থাও পর্যালোচনা করেন। ডিএমপি কমিশনার সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা শহরের ২৫৪টি পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবারের পূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। তবে কেউ যদি নিরাপত্তা বিঘ্নের চেষ্টা করে, তাহলে পুলিশ যথাযথ আইনগত ব্যবস্থা নেবে। তিনি আরও বলেন, আগামীকাল প্রতিমা বিসর্জনের দিনেও ভক্তরা যেন শান্তিপূর্ণভাবে উৎসবে অংশ নিতে পারেন,...