জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সময় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের কিছু মন্তব্য নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। অধিবেশনের ফাঁকে ডিজিটাল সংবাদমাধ্যম জিটিওর সাংবাদিক মেহেদি হাসানকে দেওয়া সাক্ষাৎকারের একটি অংশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ইস্যুতে এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। প্রধান উপদেষ্টার এমন সাক্ষাৎকার গণমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশের রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিশেষ করে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো এমন মন্তব্যের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলে। কেউ কেউ তীব্র ভাষায় সমালোচনাও করেন। মোদ্দা কথা, বিষয়টি এখন টক অব দ্য কান্ট্রি। রাজনৈতিক দলগুলো বলছে, প্রধান উপদেষ্টার দেওয়া বক্তব্য জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। আওয়ামী লীগ গণহত্যাকারী এবং গণদুশমন।...