ফিলিস্তিনের গাজা অভিমুখে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বেশ কয়েকটি জাহাজকে আটকে দিয়েছে ইসরাইল। সেখান থেকে সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গসহ বেশ কয়েকজনকে আটক করেছে ইসরায়েলি সেনারা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়, বহরের যে ছয়টি নৌযান ইসরাইল আটকে দিয়েছে সেগুলো হলো—দেইর ইয়াসিন, হিউগা, স্পেক্টার, আদারা, আলমা ও সিরিয়াস। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ‘ফ্লোটিলার কয়েকটি নৌযান নিরাপদভাবে থামিয়ে দেওয়া হয়েছে। সেগুলোর আরোহীদের ইসরায়েলের একটি বন্দরে নেওয়া হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুরা নিরাপদ ও সুস্থ আছেন।’ মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ভিডিওতে থুনবার্গকে নৌযান থেকে সরিয়ে নিতে দেখা যায়। আরও পড়ুনআরও পড়ুনইসরাইলি কূটনীতিকদের বহিষ্কার করল কলম্বিয়া এদিকে আইরিশ রাজনৈতিক দল সিন ফেন দাবি করেছে, সিনেটর ক্রিস অ্যান্ড্রুসকে ‘অবৈধভাবে আটক’ করেছে ইসরাইল। দলটি অ্যান্ড্রুসসহ ফ্লোটিলায়...