মারা গেছেন ২ জন, পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৩০ জন * ফ্রিজের গরুর মাংসে অ্যানথ্রাক্সের জীবাণু রংপুরের বিভিন্ন উপজেলায় গৃহপালিত গরুর শরীর থেকে মানব দেহে অ্যানথ্রাক্স জীবানু সংক্রমিত হচ্ছে। ছাগলের মাংসের সংস্পর্শে এসেও আক্রান্ত হওয়ার তথ্য মিলেছে। এই রোগে পীরগাছা উপজেলায় এ পর্যন্ত ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমিত মানুষের সংখ্যা ক্রমাগত বাড়ছে। রোগাক্রান্ত গরুর সংখ্যা পাঁচ শতাধিক দাঁড়িয়েছে। শতাধিক গরু মারা গেছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন ছোট-বড় খামারিরা। অ্যানথ্রাক্স বা তড়কা রোগ একটি তীব্র ও গুরুতর সংক্রামক রোগ, যা ব্যাসিলাস অ্যানথ্রাসিস নামক ব্যাকটেরিয়ার কারণে হয়ে থাকে। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক তাহমিনা শিরীন যুগান্তরকে বলেন, অ্যানথ্রাক্সের বিষয়টি জানার পর গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর আইইডিসিআরের একটি প্রতিনিধিদল রংপুরের পীরগাছা সদর এবং পারুল ইউনিয়নে অ্যানথ্রাক্সের উপসর্গ...