শিক্ষার্থীদের স্বার্থরক্ষায় কার্যকর পদক্ষেপ নেব-মো. শাফায়েত হোসেন : স্বৈরাচারবিরোধী আন্দোলনের নিয়মিত মুখ শাফায়েত হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল অ্যাডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সক্রিয় এই ছাত্রদল কর্মী বিশ্ববিদ্যালয় খেলোয়াড় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন। নিজেদের প্যানেল প্রসঙ্গে তিনি বলেন, ‘নিয়মিত ছাত্র, গ্রহণযোগ্যতা, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ, নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা আছে-এমন ব্যক্তিদের প্যানেলে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের প্যানেল এমন মানুষদের দিয়ে সাজানো হয়েছে, যারা সবসময় নিরাপদ ক্যাম্পাস ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করেছেন।’ শিক্ষার্থীরা কেন আপনাদের বেছে নেবে? জবাবে শাফায়েত বলেন, আমরা সবসময় শিক্ষার্থীদের সঙ্গে ছিলাম। আমরা শিক্ষার্থীদের ভোট চাই, কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং শিক্ষার্থীদের অধিকার আদায়ে। ক্যাম্পাসে সহবস্থান, সেশনজট ও হয়রানিমুক্ত পরিবেশ প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আশা করি, শিক্ষার্থীরা আমাদেরকে মূল্যায়ন করবে। নির্বাচনে জয়ী হলে আপনি কি...