মহানবমী উপলক্ষ্যে বুধবার সকালে দুর্গার মহাস্নান ও তর্পণ সম্পন্ন হয়। ষোড়শ উপচারে পূজা করা হয়। দেবী দুর্গার ১০৮টি নীলপদ্মে পূজা সম্পন্ন হয়। পূজা শেষে যথারীতি অনুষ্ঠিত হয় অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ। মূলত নবমীই পূজার শেষ দিন। নবমী নিশীথেই উৎসবের সমাপ্তি ঘটে। তাই এ দিনটি শুধু আধ্যাত্মিকতার জন্য নয়, বিদায়ের আবেগও ভর করে ভক্তদের মনে। সনাতন বিশ্বাস মতে, নবমীর পুণ্য তিথিতে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির আবির্ভাব ঘটান দেবী দুর্গা। নবমী তিথির সবচেয়ে গুরুত্বপূর্ণ আচার হলো সন্ধিপূজা, যা অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিট মিলে মোট ৪৮ মিনিটব্যাপী অনুষ্ঠিত হয়। এ সময়ে দেবী চামুণ্ডার পূজা করা হয়। বিশ্বাস করা হয়, এ সময়েই দেবীর হাতে বধ হয় মহিষাসুর আর ভগবান রামচন্দ্র জয় করেন রাবণকে। বাংলাদেশ পূজা উদযাপন...