ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা এবং এলডিসি উত্তরণ মোকাবিলায় এ সিদ্ধান্ত বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্রসহ তিন দেশে নতুন মিশন (কনস্যুলেট জেনারেল অফিস) খোলা হচ্ছে। অন্য মিশনগুলো হচ্ছে আয়ারল্যান্ডের রাজধানী ডাব্লিন এবং আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এইরেস। যুক্তরাষ্ট্রে একটি দূতাবাসসহ বর্তমানে চারটি মিশন কাজ করছে। এরপরও মিশিগানের ডেট্রয়েট শহরে নতুন মিশনটি চালু করা হবে। সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। খবর সংশ্লিষ্ট সূত্রের। ক্রমপরিবর্তনশীল ভূরাজনৈতিক পরিবেশ, আন্তর্জাতিক অর্থনৈতিক বাস্তবতা এবং এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপট সামনে দাঁড়িয়েছে। ফলে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার সঙ্গে রাজনৈতিক সংযোগ জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং প্রবাসী বাংলাদেশিদের উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করতে নতুন মিশন স্থাপনের উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি মিশন খোলার বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ...