এশিয়ার দুই সামরিক পরাশক্তি ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক শক্তির পাল্টাপাল্টি প্রদর্শনী চলছে। ভারত সম্প্রতি তাদের ইতিহাসের সর্বোচ্চ পাল্লার ক্ষেপণাস্ত্র 'অগ্নিপ্রাইম' উৎক্ষেপণ করার পর, এবার সেই পাল্টা জবাব হিসেবে নিজেদের ভূমি থেকে নিক্ষেপযোগ্য ভয়ঙ্কর 'ফাতাহ-৪' ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল পাকিস্তান। বিশ্লেষকরা এটিকে ভারতের জন্য একটি 'ভয় ধরানো দুঃসংবাদ' হিসেবে দেখছেন। ৭৫০ কিলোমিটার পাল্লার ফাতাহ-৪মঙ্গলবার পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রটির সফল প্রশিক্ষণ উৎক্ষেপণ করা হয়েছে। এই অত্যাধুনিক অস্ত্রব্যবস্থা আনুষ্ঠানিকভাবে ৭৫০ কিলোমিটার পর্যন্ত লক্ষ্যভিত্তিক আঘাত হানতে সক্ষম। প্রযুক্তির বিশেষত্ব: ফাতাহ-৪-এ অত্যাধুনিক নেভিগেশনাল সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এর ফলে এটি লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে এবং শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে এড়িয়ে যেতে সক্ষম হবে। আইএসপিআর আরও জানিয়েছে, ফাতাহ-৪ ক্ষেপণাস্ত্রটি আর্মি রকেট ফোর্স কমান্ডের অন্তর্ভুক্ত করা হবে। নিজেদের তৈরি এই ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণকে...