বর্ষাকালে পরিবেশে ভাইরাস ও জীবাণুর প্রকোপ বেড়ে যাওয়ার কারণে একদিকে যেমন পানিবাহিত রোগ বাড়ে, তেমনই গোপনাঙ্গের সংক্রমণও বৃদ্ধি পায়। এই পরিস্থিতিতে পরিচ্ছন্নতা বজায় রাখতে গিয়ে অনেকেই রোজ সাবান ব্যবহার করেন। তবে চিকিৎসকরা বলছেন, বর্ষায় সাবান ব্যবহারের ক্ষেত্রে আরও বেশি সাবধানী হওয়া জরুরি। বর্ষায় সাবান ব্যবহারে সাবধানতাসাধারণত সাবানে তীব্র ক্ষার থাকে, যা ত্বকের স্বাভাবিক পিএইচ লেভেলকে প্রভাবিত করে। চিকিৎসকরা জানাচ্ছেন, ত্বকের পিএইচ লেভেল ঠিক না থাকলে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ বাড়ে এবং সংক্রমণ ঘটায়। তাই পরিচ্ছন্নতা বজায় রাখতে গিয়ে তীব্র ক্ষারযুক্ত সাবানের অতিরিক্ত ব্যবহার উল্টো ত্বকের ক্ষতি করতে পারে। সাবধানতা: বর্ষায় তীব্র ক্ষারের সাবান ব্যবহার না করাই ভালো বলে মনে করছেন চিকিৎসকরা। সংক্রমণ এড়ানোর উপায়গোপনাঙ্গের সংক্রমণ এড়াতে হলে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার পাশাপাশি সাবান ব্যবহার নিয়ে ভুল ধারণাগুলোও কাটিয়ে ওঠা জরুরি। সীমিত...