জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বরিশাল বিভাগের সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন। বুধবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশালসহ মোট ১০টি বিভাগের নবনির্বাচিত সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রংপুর বিভাগে ড. আতিক মুজাহিদ, সিলেট বিভাগে এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগে আশেকিন আলম, ঢাকা বিভাগে সাইফুল্লাহ হায়দার। এছাড়া ফরিদপুর বিভাগে নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগে এস. এম সুজা উদ্দীন, কুমিল্লা বিভাগে আতাউল্লাহ, খুলনা বিভাগে ফরিদুল হক এবং বরিশাল বিভাগে অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের আগামী ১ মাসের মধ্যে সংশ্লিষ্ট জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া...