ইসরায়েলি নৌবাহিনী গাজা যাওয়া ত্রাণ বহনকারী নৌযানগুলো আটক করেছে এবং তাতে থাকা কর্মীদের আটক করেছে, যার মধ্যে রয়েছেন সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গ্লোবাল সুমুদ ফ্লোটিল্লার (GSF) অংশ হিসেবে যেসব নৌযান চলছিল তা “নিরাপদভাবে থামানো হয়েছে” এবং নৌযানগুলোর সবাইকে ইসরায়েলের একটি বন্দর বন্দরে স্থানান্তর করা হচ্ছে। তারা আরও জানিয়েছে যে নৌযানগুলো “সক্রিয় যুদ্ধক্ষেত্রের কাছে” পৌঁছানোর আগে কোর্স পরিবর্তনের নির্দেশ পেয়েছিল। GSF গ্রুপ এই ঘটনাকে “অবৈধ” এবং “রক্ষা নীতির অংশ নয়” বলে উল্লেখ করেছে। তারা সামাজিক মাধ্যমে লিখেছে, “এটি স্পষ্ট করে যে, দখলকারী গাজাকে অভুক্ত এবং বিচ্ছিন্ন রাখার জন্য কতদূর যাবে।” লাইভস্ট্রিমে দেখা গেছে, ৪৪টি নৌযান থেকে সব নৌযান এখনও বোর্ডিং বা উদ্ধার করা হয়নি। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে ফ্লোটিল্লাকে “আইনগত নৌঘের অবমাননা” করা হয়েছে, যদিও নৌযানগুলো...