পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে নাসিমুল গণি বলেন, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো শারদীয় দুর্গাপূজা, যা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে আপনাদের উষ্ণ অভিনন্দন জানাই। আমরা যেন পারস্পরিক শ্রদ্ধার সঙ্গে বসবাস করতে পারি-সেজন্য যত ধরনের সহায়তা দরকার, সেটি করা হবে।তিনি বলেন, দুর্গাপূজায় কোনো শঙ্কা নেই। দুর্গাপূজা আনন্দের সঙ্গে উদযাপন করছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। সুষ্ঠু ও নির্বিঘ্নে এ উৎসব যাতে উদযাপন হয়, সেজন্য আমাদের পর্যাপ্ত প্রস্তুতি ছিল। পুলিশদের বেতন দিয়ে রেখেছি তো জনগণের নিরাপত্তা বিধান করার জন্য। সেই কাজে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যত শক্তি রয়েছে, সেটা প্রয়োগ করা হচ্ছে।পরিদর্শনকালে বিশেষ অতিথির বক্তব্য দেন- খুলনা রেঞ্জের ডিআইজি রেজাউল হক ও কেন্দ্রীয় বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।গণতন্ত্রের বিজয়ের জন্য সুষ্ঠু নির্বাচন অপরিহার্য : মিন্টুএ সময় উপস্থিত ছিলেন যশোরের জেলা...