সিঙ্গাপুরে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট পুরস্কার অ্যাওয়ার্ড করেছেন প্রবাসী বাংলাদেশি তরুণ সমাজকর্মী নাজমুল খান। এ বছর তিনি “কমিউনিটি অব গুড” বিভাগে মর্যাদাপূর্ণ সিঙ্গাপুর প্রেসিডেন্ট স্বেচ্ছাসেবক ও দাতব্য পুরস্কার লাভ করেন। নাজমুল খান সিঙ্গাপুরভিত্তিক অলাভজনক সংগঠন ২৪এশিয়া-র প্রতিষ্ঠাতা। সাত বছর আগে তিনি সংগঠনটি গড়ে তোলেন এবং শুরু থেকেই সফলতার সঙ্গে এর কার্যক্রম পরিচালনা করছেন। সংগঠনটির মূল লক্ষ্য হলো প্রবাসী শ্রমজীবীদের দক্ষতা বৃদ্ধি করা, যাতে তারা কর্মক্ষেত্রে আরও ভালোভাবে সফল হতে পারে। ২৪এশিয়ার অন্যতম উদ্যোগ হলো সিঙ্গাপুরের তিনটি স্থানে প্রতি মাসে শ্রমিকদের জন্য বিনামূল্যের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ক্লাস আয়োজন। এসব প্রশিক্ষণের মাধ্যমে প্রবাসীরা নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করছে এবং তা কাজে লাগিয়ে সফল হচ্ছেন। সিঙ্গাপুর বিশ্বের ব্যয়বহুল দেশগুলোর একটি, যেখানে শিক্ষা বা প্রশিক্ষণের জন্য প্রচুর অর্থ প্রয়োজন। সেখানে ২৪এশিয়ার এই কার্যক্রম শ্রমজীবীদের...