দক্ষিণ কোরিয়ার গোয়াংজু ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (GIST) ২০২৬ শিক্ষাবর্ষের জন্য আবেদন চলছে। ফুল ফান্ডেড এ বৃত্তির আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীরা মাস্টার্স, পিএইচডি এবং সমন্বিত এমএস/পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবেন। জিআইএসটি স্কলারশিপে শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি, একমুখী বিমানের টিকিট এবং মাসিক ভাতা প্রদান করা হবে। মাস্টার্স প্রোগ্রামের মেয়াদ তিন বছর, পিএইচডি সাত বছর এবং সমন্বিত এমএস/পিএইচডির মেয়াদ আট বছর। – ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স– ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং– মেকানিক্যাল ও রোবোটিকস ইঞ্জিনিয়ারিং– এনভায়রনমেন্ট ও এনার্জি ইঞ্জিনিয়ারিং– লাইফ সায়েন্স– ফিজিকস অ্যান্ড ফোটন সায়েন্স– কেমিস্ট্রি– বায়োমেডিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং– এআই কনভারজেন্স– সেমিকন্ডাক্টর ইঞ্জিনিয়ারিং– এআই পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি – আবেদনকারীর সর্বশেষ ডিগ্রি কোরিয়ান ব্যাচেলর ডিগ্রির সমমানের হতে হবে।– ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।– চমৎকার একাডেমিক রেকর্ড থাকতে হবে।– আন্তর্জাতিক শিক্ষার্থীরাই এ বৃত্তির...