জলবায়ু পরিবর্তন, দূষণ আর তামাক চাষ-এই তিনের প্রভাবে দেশীয় মাছ উৎপাদন আশঙ্কাজনক হারে কমছে। দেশে গত কয়েক দশকে দেশীয় প্রজাতির মাছ বাজার থেকে ‘প্রায় নাই’ হয়ে গেছে। বিলুপ্ত হওয়ার পথে দেশীয় প্রায় ২৫৩ প্রজাতির মাছ। ইতোমধ্যে প্রায় ৫৫ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) সর্বশেষ হিসাব, দেশে মোট মাছের প্রায় ২৫ দশমিক ৩ শতাংশ বা ৬৪ প্রজাতি হুমকির মুখে রয়েছে। এসব মূলত মিঠা পানির মাছ। বাংলাদেশ তামাকবিরোধী জোট সূত্রে জানা যায়, তামাক চাষের ফলে ব্যাপক দূষণ হচ্ছে। নদী-নালায় মাছের বংশবৃদ্ধি এবং মাছের ডিম উৎপাদন আশঙ্কাজনক হারে কমছে। বিশেষ করে হালদার পাড়ে তামাকচাষ নিষিদ্ধের উদ্যোগ নেওয়া হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অসহযোগিতার কারণে নিষিদ্ধ করা যাচ্ছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিভার রিসার্চ ল্যাবরেটরির প্রাণিবিদ্যা বিভাগ ও কো-অর্ডিনেটর...