নারাজি পিটিশনে সিআইডিকে মামলার অধিকতর তদন্তের নির্দেশ গত বছরের ৪ আগস্ট চট্টগ্রাম এবং একই দিনে একই সময়ে ঢাকা শহরে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ এনে পৃথক দুটি মামলা করেছিলেন জুলাইযোদ্ধা হিসাবে পরিচিত সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ। মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিসভার একাধিক সদস্য এবং চট্টগ্রাম ও ঢাকা শহরের একাধিক বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে। একটি এমদাদ নিজে বাদী হয়ে চট্টগ্রামের খুলশি থানায়, অপরটি এমদাদের পাওয়ার অব অ্যাটর্নিমূলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করেন আবুল হাশেম রাজু নামে সাবেক এক ছাত্রদল নেতা। এদিকে একই ব্যক্তি একই দিনে একই সময়ে দুই শহরে গুলিবিদ্ধ হওয়ার অভিযোগে করা মামলা দুটির এজাহার বের হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশের হাই কমান্ডও এ নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। তবে তদন্ত শেষে চট্টগ্রামের খুলশি...