জাতিসংঘের সাধারণ পরিষদে রোহিঙ্গা সংকটে টেকসই সমাধান ও আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির (বিডিআরসিএস) মহাসচিব ড. কবির এম আশরাফ আলম। মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতিবিষয়ক জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের সম্মেলন ও একটি পার্শ্ব-অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসাবে অংশগ্রহণ করে তিনি এই আহ্বান জানান। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির সঙ্গে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সম্মেলনে যোগ দেন তিনি। সম্মেলনের মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা সংকটের ওপর আন্তর্জাতিক মনোযোগ পুনরায় সক্রিয় করা। পরিস্থিতির মূল কারণ চিহ্নিত করা এবং মিয়ানমার ও এর পার্শ্ববর্তী অঞ্চলের মানবিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনা। এর আগে, ২৯ সেপ্টেম্বর, বিডিআরসিএস ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজের (আইএফআরসি) প্রতিনিধিরা ব্র্যাকের সহযোগিতায় একটি গুরুত্বপূর্ণ পার্শ্ব-অনুষ্ঠানে অংশ নেয়। এতে কক্সবাজারের...