লোভে পড়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাসহ দুর্নীতিগ্রস্ত অনেকে ধরাশায়ী নাম মোতাল্লেছ হোসেন। বয়স চল্লিশের কাছাকাছি। পরিচয় দেন নানাভাবে। কখনো বড় গার্মেন্ট ব্যবসায়ী, কখনো আবার সেজে বসেন গুরুত্বপূর্ণ শীর্ষ রাজনৈতিক লিয়াজোঁ অফিসার। কিন্তু বাস্তবে তার পেশা প্রতারণা। প্রতারণা করেই তিনি সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন প্রায় ২৬ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ও যুগান্তরের অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এদিকে মোতাল্লেছ হোসেনের প্রতারণার ফাঁদে পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তাও ধরাশায়ী হয়েছেন। যদিও তিনি চাকরি রক্ষার স্বার্থে ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি এড়িয়ে চলছেন। তবে প্রতারক মোতাল্লেছ হোসেনের ব্যাংক হিসাবে নমিনি হিসাবে স্বাক্ষর করে একরকম ফেঁসে গেছেন। বিএফআইইউ অবশ্য তাকে বেশ সন্দেহের চোখে দেখছে। যে কারণে বিএফআইইউর এসংক্রান্ত পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, মোতাল্লেছ ও তার ভাই সম্মিলিতভাবে একটি সংঘবদ্ধ...