দিল্লিতে বসে কলকাঠি নাড়ছেন দিঘিনালার এক কথিত বৌদ্ধ ভিক্ষু * স্বাভাবিক হতে শুরু করেছে খাগড়াছড়ি আগস্ট-সেপ্টেম্বর-অক্টোবর এলে মনে হয় পাহাড়ে এই বুঝি কিছু একটা হতে যাচ্ছে। গত বছরের সেপ্টেম্বরে খাগড়াছড়ি পার্বত্য জেলায় পাহাড়ি-বাঙালি সম্প্রদায়ের মধ্যে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার ক্ষত না শুকাতেই এই মাসে ঘটে আরেকটি সহিংস আন্দোলন। গত ২৩ সেপ্টেম্বর জেলা সদরের সীঙ্গিনালা এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মারমা সম্প্রদায়ের এক স্কুলপড়ুয়া ছাত্রী ধর্ষণের ঘটনাকে (মামলার আর্জি মতে) কেন্দ্র করে বিচার দাবিতে সহিংস আন্দোলনে নামে ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে একটি সংগঠন। ইতোমধ্যে ‘জুম্ম ছাত্র-জনতা’ ব্যানারের মুখোশ খুলতে শুরু করেছে। অনুসন্ধানে জানা যায়, পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এই ব্যানারটি ব্যবহার করছে, যার সঙ্গে সাধারণ ‘জুম্ম ছাত্র-জনতা’র সম্পৃক্ততা নেই। এটা ইউপিডিএফের চালবাজি। এমনকি ‘মারমা উন্নয়ন সংসদ’ ও ‘বাংলাদেশ...