হোটেল আল হেরার মালিক নুর-আলম শেখ জানান, স্বাভাবিক সময়ের চেয়ে ছুটির বন্ধে পর্যটকের উপস্থিতি বেশি থাকায় রুম খালি পাওয়া যাচ্ছে না। যারা আগে থেকে বুকিং করেছেন তারা পছন্দসই রুম পেয়েছেন। ভালোমানের হোটেলগুলোতে রুম আগেভাগেই বুকিং হয়ে গেছে। আর যারা বুকিং ছাড়া এসেছেন তাদের হোটেলকক্ষ পেতে বেগ পেতে হচ্ছে। সমুদ্রের কাছাকাছি থাকা হোটেলগুলোর চাহিদা বেশি হওয়ায় একটু দূরেরগুলোতে মিলছে কক্ষ। কুয়াকাটা পর্যটন এলাকা ঘুরে দেখা গেছে, খাবার হোটেলগুলো নিয়ে যেন অভিযোগের শেষ নেই। বেশি দামে নিম্নমানের খাবার ও পর্যটকদের সঙ্গে অসদাচরণে ক্ষুব্ধ অনেকেই। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা দূর-দুরান্ত থেকে আসা পর্যটকদের। টানা চার দিনের ছুটিতে দেশ। তাই সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকের উপচে পড়া ভিড়। দুই শতাধিক হোটেলে খালি নেই কোনো কক্ষ। রুমভাড়া না পেয়ে অনেক পর্যটক আশ্রয়...