দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত ২০০ জনের প্রাণ গেল। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনের একজন নারী, অপরজন পুরুষ। তারা ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দুজনের বয়স ১৬ থেকে ২৫ বছরের মধ্যে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরের এ পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৪৭ হাজার ৮৩২ জনে। স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি নতুন রোগীদের মধ্যে ১৪২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।...