হতে পারে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র * আইফেল টাওয়ার ও হাওড়া ব্রিজের মতো স্টিল স্ট্রাকচারে তৈরি হার্ডিঞ্জ ব্রিজ প্যারিসের আইফেল টাওয়ার এবং ভারতের হাওড়া ব্রিজ লোহার যে ধরনের স্ট্রাকচারে তৈরি ঠিক একইভাবে লোহার স্ট্রাকচারে তৈরি পাবনার পাকশীর হার্ডিঞ্জ ব্রিজ বা রেল সেতু। আইফেল টাওয়ার এবং হাওড়া ব্রিজ দেখতে পর্যটকরা সেখানে যান। প্রচার ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে হার্ডিঞ্জ ব্রিজেও বিপুলসংখ্যক পর্যটক সমাগম সম্ভব। বিশেষজ্ঞদের মতে, পদ্মাপাড়ের পাকশীতে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হতে পারে। এ পর্যটন কেন্দ্র থেকে সরকারের প্রতি বছর কয়েক কোটি টাকা রাজস্ব আয় হতে পারে। ১১৫ বছর আগে পদ্মা নদীর ওপর নির্মিত রেল সেতু হার্ডিঞ্জ ব্রিজ এবং দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক সেতু লালন শাহ সেতু পদ্মার পূর্বপাড়ে পাকশীতে মনোরম পরিবেশ সৃষ্টি হয়েছে। এ জোড়া সেতুর পাশে পদ্মাপাড়ের মেগা প্রকল্প রূপপুর...