ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নৌবহরে হস্তক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। ত্রাণসামগ্রী বহনকারী ফ্লোটিলার কয়েকটি নৌযানে হস্তক্ষেপের পর সুইডিশ জলবায়ুকর্মী গ্রেটা থুনবার্গসহ অংশগ্রহণকারীদের আটক করা হয়েছে। সুমুদ ফ্লোটিলার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘ইসরায়েলি সেনারা অবৈধভাবে নৌযানে হস্তক্ষেপ করছে। নৌযানগুলোয় থাকা সব অংশগ্রহণকারীর অবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা সক্রিয়ভাবে কাজ করছি। ’ ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘হামাস-সুমুদ ফ্লোটিলার কয়েকটি জাহাজ নিরাপদে আটক করা হয়েছে এবং যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে স্থানান্তর করা হচ্ছে। গ্রেটা ও তার বন্ধুদের স্বাস্থ্য ভালো আছে। ’ মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে থুনবার্গকে বহনকারী ব্যক্তিরা তাকে নিরাপদে বাইরে নিয়ে যাচ্ছে। তবে ইসরায়েল ফ্লোটিলার হামাসের সঙ্গে যুক্ত থাকার যে দাবিটা করেছে, তার কোনো প্রমাণ দেখায়নি। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণকারী মানবাধিকারকর্মীরা ইসরায়েলের এই পদক্ষেপকে ‘অবৈধ’...