বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর নিয়ে এলো অস্ট্রেলিয়া। দেশটির সর্বশেষ স্টুডেন্ট ভিসা এভিডেন্সিয়ারি ফ্রেমওয়ার্কে বাংলাদেশকে প্রথমবারের মতো লেভেল-১ এ অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর ফলে বাংলাদেশি আবেদনকারীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের “সেপ্টেম্বর ২০২৫ এভিডেন্স লেভেল আপডেট”-এ এই পরিবর্তন নিশ্চিত করেছে। নতুন নিয়ম ৩০ সেপ্টেম্বর ২০২৫ বা তার পর থেকে জমা দেওয়া আবেদনগুলোর ক্ষেত্রে কার্যকর হবে। ঢাকার শিক্ষা পরামর্শদাতা প্রতিষ্ঠানগুলো বলছে, এই পরিবর্তনের ফলে আবেদনকারীদের আর্থিক সামর্থ্য বা ইংরেজি দক্ষতার বিস্তারিত প্রমাণ জমা দিতে হবে না। এখন শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের কনফার্মেশন অফ এনরোলমেন্ট প্রদান করলেই হবে। শাহেদা হায়ার এডুকেশন কনসালটেন্সির ব্যবস্থাপক আনিকা ইশরাত বলেন, “এখন আবেদনকারীদের জন্য প্রক্রিয়া অনেক সহজ হলো। এটি প্রমাণ করে বাংলাদেশি শিক্ষার্থীরা অস্ট্রেলিয়ার চোখে বিশ্বাসযোগ্য এবং নিয়ম মেনে চলা।” অস্ট্রেলিয়ায়...